চাইথোযাইমং মারমা, রাঙ্গামাটি বুর্যো।
রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা শাখা নবগঠিত স্বেচ্ছাসেবকলীগের এর সাথে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সাথে ফুলের অভিনন্দন ও শুভেচ্ছা। আজ মঙ্গলবার সকাল ১১ টায় রাঙ্গামাটি জেলা রেডক্রিসেন্ট কার্য্যলয়ের জেলা নেতৃবৃন্দ এর সাথে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নবগঠিত সাথে সৌজন্যে স্বা ক্ষাৎ মিলিত হয়। প্রথমে ফুল দিয়ে অভিনন্দন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সহ অন্যান্য নেতৃবৃন্দ এর পর জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ দপ্তর সম্পাদক মো: রফিককে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ পক্ষে হতে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি। বিগত দীর্ঘ প্রায় ৬/৭ বছর কমিটি মেয়াদ উর্ক্তীণ পর ২০২৩ সালে নতুন নবগঠিত কমিটি গঠনের জেলা নেতৃবৃন্দ হাতে নেয়। আজ পূণার্ঙ্গ কমিটি গঠন শেষ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, জেলা দপ্তর সম্পাদক মো: রফিক জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মো: শাহজাহান সহ জেলা নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক উপজেলা সভাপতি জয়নুল সাধারণ সম্পাদক জনি তালুকদার নেতৃত্বে আরো উপস্থিত সহ সভাপতি ঝলক তংচনগ্যা সহ সভাপতি চাইথোযাইমং মারমা সাংগঠনিক সম্পাদক জয় কর্মকার সহ যুগ্ন সহ সম্পাদক মংহলাচিং মারমা সম্পাদিকা উচিং মারমা বাপ্পা ধর উপজেলা ইউপি ওর্য়াড নেতারা উপস্থিত ছিলেন। এই নবগঠিত কমিটি আগামী আসন্ন নির্বাচনের জননেত্রী প্রধানমন্ত্রী ও দীপঙ্কর তালুকদার এমপি হাত কে শক্তিশালী একতাবদ্ধ কাজ করে তৃনমূল পর্যায়ের কাজ করতে হবে। আবারও যাতে সরকার পূণরায় যাতে সরকার গঁঠন করে দেশ ডিজিটাল স্মার্ট বাংলাদেশ গড়ে তোলুন। জেলা নেতৃবৃন্দ নেতারা বলেন,সকলে মিলে সুন্দর পরিবেশের মাঠে ঘাটে যার যার অবস্থান কাজ করতে হবে এবং নতুন কমিটিকে তৃনমূল পর্যায় শক্তিশালী গঠন করে আগাামী নির্বাচনের জয় করতে পারি, সকলকে আহবান জানাচ্ছি। জয বাংলা জয় বঙ্গ বন্ধু মেননতি মানুষ চিরজীবি হোক।
আপনার মতামত লিখুন :