রাত পোহালেই ভোট, বান্দরবানের ১৩ কেন্দ্রে পৌছলো নির্বাচনী সরঞ্জাম


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ১৩/০২/২০২১, ৪:২৫ PM / ১৮
রাত পোহালেই ভোট, বান্দরবানের ১৩ কেন্দ্রে পৌছলো নির্বাচনী সরঞ্জাম

রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪র্থ ধাপে বান্দরবান পৌরসভার নির্বাচন। ইতোমধ্যে নির্বাচনের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

কেন্দ্রে কেন্দ্রে পৌছানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। এবার পৌর নির্বাচনে ১৩টি ভোট কেন্দ্রে মোট ৮১টি বুথে ভোগ গ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে নির্বাচনী কেন্দ্রের দায়িত্ব নিয়েছে পুলিশ, বিজিবি, আনসার বাহিনীসহ নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তারা। শনিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুর ২টা থেকে জেলা নির্বাচন অফিস হতে প্রতিটি কেন্দ্রে ইভিএম মেশিনসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবার পৌর নির্বাচনে বিচারিক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ মোট ১১ নিয়োগ দেয়া হয়েছে। তাদের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনী সার্বক্ষনিক নির্বাচনী এলাকা দেখাশুনা করবেন।