রাত ৮ টার পর জেলা প্রশাসনের মোবাইল কোর্ট জরিমানা আদায়।


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ১৭/০৮/২০২২, ১০:৫২ PM / ২১
রাত ৮ টার পর জেলা প্রশাসনের মোবাইল কোর্ট জরিমানা আদায়।

জয় বাংলা ডেক্স।

বান্দরবান জেলা সদরের পৌর এলাকায় রাত ৮ টার পর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।১৭ আগস্ট বুধবার রাত আটটার পর জেলা সদরের পৌরসভার বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গন রাত ৮ টার পর সরকারি প্রজ্ঞাপনে যে সকল ব্যাবসা প্রতিষ্ঠান ও দোকানপাট খোলা না রাখার নির্দেশ আছে সে সকল প্রতিষ্ঠানের মালিকদের সচেতন করেন।মোবাইল কোর্ট পরিচালনা কালে দন্ড বিধি ১৮৮ ধারায় বিভিন্ন অংকের জরিমানাও আদায় করা হয়।

মোবাইল কোর্টের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটএ.এস.এম. শাহনেওয়াজ মেহেদী।এ বিষয়ে জেলা প্রশাসনে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস বলেন সরকারি বিধি নিষেধের আলোকে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে এবং যারা আইন লঙ্ঘন করছে তাদের কে জরিমানা করা হচ্ছে।

উল্লেখ্য বিশ্বব্যাপী জ্বালানীর অব্যাহত মূল্য বৃদ্ধিজনিত বিদ্যমান পরিস্থিতি মোকাবেলা ও বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট অব্যাহত আছে।এ ব্যাপারে গত ১৯ জুন জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরিজী স্বাক্ষরিত একটি গনবিজ্ঞপ্তিতে জানানো হয় বিশ্বব্যাপী জ্বালানীর অব্যাহত মূল্য বৃদ্ধিজনিত বিদ্যমান পরিস্থিতি মোকাবেলায় গত ১৬ই জুন প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রদানকৃত পত্রের নির্দেশনা মোতাবেক বাংলাদেশ শ্রম আইন,২০০৬ এর ১১৪ ধারার বিধানমতে,বান্দরবান পার্বত্য জেলার দোকান,শপিংমল,মার্কেট,বিপনি-বিতান ইত্যাদি ব্যাবসায়িক প্রতিষ্ঠান সমূহ রাত ৮ টার পরে খোলা না রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়।এবং প্রশাসনের এই নির্দেশনা লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে বলেও জানানো হয় গনবিজ্ঞপ্তির মাধ্যমে।

 

দাম কমাতে প্রয়োজনে ডিম আমদানি করা হবে: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।