শুভাশীষ দাশ, রামগড় (খাগড়াছড়ি)।
খাগড়াছড়ি- রামগড় সড়কে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রামগড় থানা পুলিশ।
সোমবার (২ অক্টোবর) সকালে রামগড় উপজেলার যৌথখামার এলাকার রামগড়-জালিয়াপাড়া-খাগড়াছড়ি প্রধান সড়কের ডান পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়।স্হানীয়রা জানান , সোমবার সকাল ৭টার দিকে সড়কটির এক পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।
সংবাদ পেয়ে রামগড় থানার পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। তবে লাশটির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি অজ্ঞাতনামা এক ভারসাম্যহীন ব্যক্তির। ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ হয়েছে।
আপনার মতামত লিখুন :