রামগড় সরকারি কলেজের অধ্যক্ষের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ৩১/০৫/২০২৪, ১:২৫ AM / ৩০
রামগড় সরকারি কলেজের অধ্যক্ষের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

শুভাশীষ দাশ, রামগড়, খাগড়াছড়ি প্রতিনিধি।

চাকুরি হতে অবসরজনিত কারণে রামগড় সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুল লতিফকে আবেগ ও শ্রদ্ধায় বিদায় জানালেন রামগড় কলেজের শিক্ষক-শিক্ষার্থীছাড়াও চট্টগ্রাম সিটি কলেজ ও খাগড়াছড়ি সরকারি কলেজের তাঁর সহকর্মীরা।

গতকাল(বৃহষ্পতিবার) চাকুরির শেষ কর্মদিবসে রামগড় কলেজে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। কলেজ মিলনায়তনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রাণি বিদ্যা বিভাগের সহযোগি অধ্যাপক মংসাজাই মারমা। প্রিয় সহকর্মীকে বিদায় জানাতে অনুষ্ঠানে যোগ দেন চট্টগ্রাম সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সুদীপা দত্ত, উপাধ্যক্ষ প্রফেসর আবু মো: মেহেদী হাসান এবং খাগড়াছড়ি সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: আতিকুর রহমানসহ দুই কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক। রামগড় কলেজের হিসাব বিজ্ঞান বিষয়ের প্রভাষক মো: আব্দুর রাজ্জাক ও শিক্ষার্থী কাকলি বাহাদুর ছেত্রীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুল লতিফ ও তার সহধর্মীণী সুলতানা বেগম ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সুদীপা দত্ত, রামগড় কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মো: নুরুন্নবী, সাতকানিয়া কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর কৃষ্ণ চন্দ্র দত্ত, খাগড়াছড়ি সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: আতিকুর রহমান, সিটি কলেজের রাস্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগি অধ্যাপক মো: শামিম কবির, সহকারী অধ্যাপক মো: ইলিয়াছ, চট্টগ্রাম কলেজের মু. মোস্তাফিজুর রহমান, রামগড় কলেজের সহকারী অধ্যাপক আবুল খায়ের, মো: রেজাউল করিম, প্রভাষক মো: মোজাম্মেল হক, সাংবাদিক মো: নিজাম উদ্দিন লাভলু প্রমুখ। কলেজের ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকেও বক্তব্য রাখা হয়। বিদায়ী অধ্যক্ষকে ক্রেষ্ট, পুষ্পমাল্য ও বিভিন্ন উপহারসামগ্রী দিয়ে সংবর্ধিত করা হয়।