রোয়াংছড়ি উপজেলা আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ২১/১১/২০২৩, ৫:২২ PM / ১০
রোয়াংছড়ি উপজেলা আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রোয়াংছড়ি উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য চট্টগ্রাম  বিষয়ক মন্ত্রণালয়ের  মন্ত্রী  বীর বাহাদুর উশৈসিং এমপি কে ৭ম বারের মতো বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১২ ই নভেম্বর সকালে রোয়াংছড়ি উপজেলা টাউন হলে, রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য চট্টগ্রাম  বিষয়ক মন্ত্রণালয়ের  মন্ত্রী  বীর বাহাদুর উশৈসিং এমপি কে ৭ম বারের মতো বিজয়ী করার লক্ষ্যে রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের নির্বাচন সংক্রান্ত গঠিত কমিটি সমূহ- রোয়াংছড়ি উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি, ইউনিয়ন ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি, প্রচার সেল এবং দপ্তর সেলের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রোয়াংছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি চহ্লামং মারমা এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক, হ্লাথোয়াই হ্রী মারমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের  সমাজ কল্যান বিষয়ক সম্পাদক, কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা,জেলা আওয়ামীলীগ সদস্য, সিয়ং খুমী,রোয়াংছড়ি উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক,আনন্দ সেন তঞ্চঙ্গ্যা,সদর ইউনিয়ন পরিষদের সদস্য,  মেহ্লা অং মারমা।

এছাড়াও উপস্থিত ছিলেন  রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

এসময় বক্তারা পার্বত্য অঞ্চলের উন্নয়নে  মন্ত্রী  বীর বাহাদুর উশৈসিং এমপির অবদানের কথা তুলে ধরেন এবং এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নং আসনে  বীর বাহাদুর উশৈসিং কে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।