রোয়াংছড়ি সেনাবাহিনীর ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইন


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ০১/১১/২০২৩, ১০:২৭ PM / ৬৮
রোয়াংছড়ি সেনাবাহিনীর ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইন

নিজস্ব সংবাদদাতা। 

বান্দরবান(৫ ইবি)জোন সদরের আওতাধীন রোয়াংছড়ি সেনা ক্যাম্পের তত্ত্বাবধানে সদর ইউপির ক্যাপলং পাড়ায় মেডিক্যাল সেবা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

 

বুধবার ১লা নভেম্বর বান্দরবান (৫ ইবি)জোন সদরের আওতাধীন রোয়াংছড়ি সেনা ক্যাম্পের তত্ত্বাবধানে ক্যাপ্টেন আসাদুল ইসলাম (আরএমও ৫ ইবি) এর নেতৃত্বে সদর ইউপির ৬নং ওয়ার্ড ক্যাপলং পাড়ায় স্থানীয় বম এবং খিয়াং পাড়াবাসীর মোট ১০৫ জন সদস্যের মাঝে বিনামূল্যে মেডিক্যাল সেবা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য মেডিক্যাল সেবা চলাকালীন সময়ে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে প্রয়োজনীয় সংখ্যক সেনা টহল অব্যাহত ছিল। এছাড়াও বর্ণিত পাড়ায় গত ২০ সেপ্টেম্বর হতে অদ্যাবধি পর্যন্ত (১প্যারা কমান্ডো ব্যাঃ) এর ২৮ সদস্য বিশিষ্ট একটি বিশেষ অপারেশনে দল কেএনএফ নির্মূলে অবস্থান করছে।