নিজস্ব সংবাদদাতা।
বান্দরবানের লামা উপজেলায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় কার্প জাতীয় মাছের মিশ্র চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১০ই অক্টোবর লামা উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মামুনুর রহমান এর সভাপতিত্বে লামা উপজেলা পরিষদ সভাকক্ষে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় ৩ দিনব্যাপি কার্প জাতীয় মাছের মিশ্র চাষ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা মৎস্য কর্মকর্তা, অভিজিৎ শীল।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের অন্যান্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ ও প্রশিক্ষণার্থীরা ।
প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে মৎস্য চাষীরা যাতে র্তৃণমূল পর্যায়ে বিভিন্ন মাছ চাষে প্রযুক্তিকে দিন দিন সম্প্রসারণ করতে পারে এছাড়াও মাছ চাষের আধুনিক কলাকৌশল গুলো যাতে মৎস্য চাষীরা ভালোভাবে শিখতে পারে এবং তাৎক্ষণিক কোন সমস্যা হলে তা থেকে কোন প্রতিকার মুলক ব্যাবস্থা গ্রহণ করতে পারে সে লক্ষ্যেই এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :