লামায় কোরআন অবমাননার প্রতিবাদ মিছিলে সংঙ্ঘর্ষ: পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ১৪/১০/২০২১, ৪:৩৯ PM / ২১
লামায় কোরআন অবমাননার প্রতিবাদ মিছিলে সংঙ্ঘর্ষ: পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে

বান্দরবান জেলা প্রতিনিধি:

কুমিল্লায় কোরআন অবমাননার ঘটনার প্রতিবাদে
বান্দরবানের লামা উপজেলা সদরে পুলিশ-ও প্রতিবাদকারীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের মাধ্যমে জানাযায় বৃহস্পতিবার সকাল ১০টায় কুমিল্লায় কোরআন অবমাননার প্রতিবাদে লামার তৌহিদী জনতার ব্যানারে মানবন্ধন কর্মসুচী পালন করা হয়।

পরে মিছিল টি বাজার এলাকা প্রদক্ষিন করার সময় বাজারের মন্দির ও উচু তলা ভবনের ছাদ থেকে কিছু দুষ্কৃতিকারী মিছিল লক্ষ্য করে ইট ও মরিচের গুড়া নিক্ষেপ করে এতে প্রতিবাদকারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

দুষ্কৃতিকারী ও প্রতিবাদকারীদের মাঝে সংঘর্ষের সুচনা হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করলে শুরু হয় ত্রিমুখী সংর্ঘষ।

এসময় লামা থানার ওসি মোঃ মিজানুর রহমান সহ অন্তত ১৩ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এসময় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
উত্তেজনা পরিস্থিতি বেড়ে যাওয়ায় আনছার ও সেনা সদস্য মোতায়েন করা হয়।শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে বলে খবর পাওয়া গেছে।
বিষয় টি নিশ্চিত করেন বান্দরবান জেলা পুলিশ সুপার জেরিন আক্তার (বিপিএম)

এদিকে সংঙ্ঘর্ষে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমানকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।আহত অন্যান্যদের লামা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর পাওয়া যায়।