লামা ও আলীকদমে ১২টি ইটভাটা বন্ধ; ১৬ লক্ষ টাকা জরিমানা


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ১১/০২/২০২২, ১১:৪৭ PM / ১৩০
লামা ও আলীকদমে ১২টি ইটভাটা বন্ধ; ১৬ লক্ষ টাকা জরিমানা

মোঃশহীদুল ইসলাম রানা, বান্দরবান সংবাদদাতা:

বান্দরবান জেলার লামা ও আলীকদম উপজেলায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১২ টি অবৈধ ইটভাটা বন্ধ ঘোষনার পাশাপাশি ১৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

১০ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কায়েসুর রহমান এবং মামুনুর রশীদের নেতৃত্বে লামা উপজেলার ১১ টি এবং আলীকদম উপজেলার ১ টি ইটভাটা সহ মোট ১২টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর ১২০৪/২০২২ এর গত ২৫/০১/২০২২ খ্রি তারিখের আদেশের প্রেক্ষিতে জেলা প্রশাসন ইটভাটাসমূহ বন্ধ ঘোষণা করেছে।

মোবাইল কোর্ট পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আশফাকুর রহমান এবং লামা থানার সাব ইন্সপেক্টর শাহীন পারভেজ উপস্থিত ছিলেন।

১২ টি ইটভাটা বন্ধ ঘোষণার পাশাপাশি ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারায় ১২ টি ইটভাটাকে সর্বমোট ১৬ লক্ষ টাকা জরিমানা করা হয়। এসময় কাঁচা ইটের স্তুপ স্কেভেটর দিয়ে ধ্বংস করার পাশাপাশি অবৈধ ভাবে স্থাপিত ইট তৈরির চুল্লিগুলো ভেঙে দেওয়া হয়।