লামা ফাঁসিয়াখালীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও মিলাদ মাহফিল 


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ২৩/০৯/২০২৩, ১:১৮ PM / ৪৬
লামা ফাঁসিয়াখালীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও মিলাদ মাহফিল 

মোরশেদ আলম,লামা প্রতিনিধি।

সাবেক সংসদ সদস্য সাচিং প্রূ জেরীর নির্দেশে বান্দরবান জেলা লামা উপজেলার ৩নংফাঁসিয়াখালীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তির জন্য দোয়া ও মিলাদ মাহফিল,উপলক্ষে বান্দরবান লামা উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়নে ( গুলিস্থান, বাজার)ইউনিয়ন বিএনপি এর উদ্যোগে শুক্রবার (২২ সেপ্টেম্বর )বিকাল ৩টায় ফাসিয়াখালী ইউনিয়ন সংগঠনের দলীয় কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তির জন্য দোয়া ও মিলাদ মাহফিল পালিত হয়।

এসময় সভাপতিত্ব করেন লামা ৩নংফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি – ফসিউল আলম,তিনি বলেন ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপিতে মোনাফেকের আবিরবার ঘটেছে আপনারা সকালে মোনাফিকের কাছ থেকে দূরে সরে থাকবেন কেন্দ্র থেকে কোন কমিটি পরিবর্তন করা হয়নি আপনার চিন্তা করেন এরা হল আওয়ামীলীগের দালাল না হলে গত নির্বাচনে মিথ্যা মামলায় এরা আসামি হলো না কেন আসামিদের মধ্য থেকে এক জন কে এদের সদস্য করা হয়নি মোনাফে চিনতে খুবই কষ্ট

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাকের হোসেন (মজুনদার), সাবেক চেয়ারম্যান ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ।তিনি বলেন গত ইউপি নির্বাচন আপনারা দেখেছেন আপনারা সকলে সুস্থ ভোট দিয়েছেন, কিন্তু সুস্থ রেজাল্ট হয়নি এই আওয়ামীলীগ সরকারের আমলে কোন নির্বাচন সুস্থ হবে না, অবিলম্বে এক দফা দাবিতে সরকার পতন করতে হবে।

শাহিদুল ইসলাম সিকদার লামা উপজেলা যুবদলের সহ সভাপতি,মোঃ আবু বক্কর সভাপতি ইউনিয়ন যুবদল,মোঃজসিম উদ্দিন সদস্য সচিব, ইউনিয়ন যুবদল,মোঃ নেজাম উদ্দিন যুগ্ন আহবায়ক ইউনিয়ন যুবদল, মোঃ জুবায়ের সহ-সভাপতি, মোঃ রেজাউল করিম (মুন্না)সভাপতি, ইউনিয়ন,ছাত্রদল, হামিদ হোসেন সাবেক আহবায়ক ইউনিয়ন ছাত্রদল,মোঃরিয়াজ,উদ্দিন ছাত্রদল,মিজানুর রহমান শ্রমিক দল,
ডা.মোঃখোরশেদ আলম (চৌধুরী)সাবেক ছাত্রদলের সভাপতি ফাঁসিয়াকালি ইউনিয়ন শাখা
আবুল,কালাম,মোঃশাহাজান,আবুল হেসেন,আব্দু করিম,সহ সেচ্ছাসেবক দল, কৃষক দল, ইউনিয়ন বিএনপির এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন