শিল্প কারখানায় এলাকাভিত্তিক একদিন সাপ্তাহিক ছুটির প্রজ্ঞাপন জারি


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ১২/০৮/২০২২, ১২:০৪ AM / ১৪
শিল্প কারখানায় এলাকাভিত্তিক একদিন সাপ্তাহিক ছুটির প্রজ্ঞাপন জারি

বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ণ রাখতে শিল্প কারখানায় এলাকাভিত্তিক একদিন সাপ্তাহিক ছুটির প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার (১১ আগস্ট) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন প্রকাশ হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এই আদেশ এখন থেকে কার্যকর হবে এবং পুনরায় আদেশ না হওয়া পর্যন্ত তা চলবে। এভাবে সাপ্তাহিক ছুটির পুনর্বিন্যাসে দিনে ৪৯০ মেগাওয়াটের মতো বিদ্যুৎ সাশ্রয় হবে হবে আশা করছে বিদ্যুৎ কর্মকর্তারা।

এর আগে, গত ৭ আগস্ট শিল্প কারখানার মালিক ও ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ওই বৈঠক শেষে প্রতিমন্ত্রী লোডশেডিং কমাতে সপ্তাহে এক দিন এলাকাভিত্তিক শিল্পকারখানা বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানান।

তখন তিনি আরো বলেন, সামনের মাস (সেপ্টেম্বর) থেকে আস্তে-আস্তে লোডশেডিং থেকে বেরিয়ে আসার চিন্তা করছে বিদ্যুৎ বিভাগ। আগের চেয়ে অনেক ভালো অবস্থা হবে। আগামী মাস থেকে বিদ্যুৎ বিভাগ অন্তত অর্ধেকের বেশি লোডশেডিং থেকে বেরিয়ে আসবে।

 

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা – শাটল ট্রেনের নতুন শিডিউল ঘোষণা