শীঘ্রই উদ্বোধন হবে রেইচা-গোয়ালিয়াখোলা গার্ডার ব্রিজ


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ০২/০৪/২০২১, ৪:৪৪ PM / ১০
শীঘ্রই উদ্বোধন হবে রেইচা-গোয়ালিয়াখোলা গার্ডার ব্রিজ

বান্দরবানে শেষ হয়েছে রেইচা-গোয়ালিয়াখোলা গার্ডার ব্রিজের নির্মাণকাজ। এর ফলে স্থানীয়দের যাতায়াত সমস্যা দূর হওয়ার পাশাপাশি ঘটবে জীবনমানের উন্নয়নও। বান্দরবানের সাথে চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারের দূরত্ব কমবে ২০-৩০ কিলোমিটার। শিগগিরই প্রধানমন্ত্রী সেতুটি উদ্বোধন করার কথা রয়েছে।

বান্দরবানের রেইচা ইউনিয়নের গোয়ালিয়াখোলা এলাকায় সাঙ্গু নদীর ওপর নির্মিত হয়েছে ২২০ মিটার দীর্ঘ এই গার্ডার ব্রিজ। যাতে ব্যয় হয় প্রায় সাড়ে ১৩ কোটি টাকা।

এতদিন নদী পারাপারে স্থানীয়দের ব্যবহার করতে হতো নৌকা। বর্ষাকালে যা হতো চরম ঝুঁকির। এমনকি নদীর পানি বাড়লে বন্ধ হয়ে যেত নৌচলাচল। তবে সব সমস্যা থেকে মুক্তি দিচ্ছে নতুন এই ব্রিজ। নদী পারাপার সহজ হবে দুপাড়ের প্রায় ৫ হাজার পরিবারের। সহজে কৃষিপণ্য যাবে শহরে।

সংশ্লিষ্টরা জানান, সেতুটির কারণে বান্দরবানের সাথে ২০-৩০ কিলোমিটার দূরত্ব কমে আসবে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটির। এছাড়া সেতুটিকে ঘিরে তৈরি হয়েছে পর্যটন সম্ভাবনাও। এলজিইডি কর্মকর্তারা বলছেন, ভবিষ্যতে সড়ক উন্নয়নেও কাজ করবে তারা।

শিগগিরই গার্ডার ব্রিজটি উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।