জয়বাংলা নিউজ ডেস্ক।
বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় পার্বত্য অঞ্চলে শিক্ষা ব্যবস্থায় ব্যপক উন্নয়ন সাধিত হয়ছে,
যা সম্ভব হয়েছে পার্বত্যবাসীর প্রতি জননেত্রী শেখ হাসিনার ভালোবাসার প্রতিফলন, এখন প্রত্যন্ত এলাকার পরিবারের ছেলে মেয়েদের শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে,প্রতিটি উপজেলায় হয়েছে শত শত প্রাথমিক বিদ্যালয়,উচ্চ শিক্ষার জন্যেও দেয়া হচ্ছে শিক্ষা অনুদান।এই সরকারের আমলে শিক্ষকদের বেতন বৃদ্ধি সহ বাস্তবায়ন হয়েছে উনেক উদ্যোগ।তাই শিক্ষকদের উচিত স্কুলের ছাত্র ছাত্রী দের দায়িত্ব নিয়ে সুশিক্ষিত করে গড়ে তুলবে।পাশাপাশি তারা গ্রন্থগত বিদ্যার বাইরেও মাঠ পর্যায়ে জ্ঞান অর্জন করতে পারলে লিখাপড়ার প্রতি আগ্রহ বাড়বে।
তিনি আরো বলেন বাল্য বিবাহ প্রতিরোধে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি প্রয়োজন,মেয়েরা বোঝা নয়,শিক্ষিত নারী আপনাদের সম্পদ।শিক্ষকদের শ্রেনী কক্ষে পাঠদানে আরে আন্তরিক হওয়ার প্রতি তিনি আহ্বান জানান।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে এক কোটি টাকা ব্যয়ে বান্দরবান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উর্ধ্বমুখী ভবন সম্প্রসারণ কাজের উদ্বোধন পরবর্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমনটাই বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
শুক্রবার ২২শে সেপ্টেম্বর সকালে পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানে এক কোটি টাকা ব্যয়ে বান্দরবান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উর্ধ্বমুখী ভবন সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়।
পরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফজলুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহ আলম,পৌরসভার মেয়র মোঃ সামসুল ইসলাম, জেলা প্রথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মান্নান।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
আপনার মতামত লিখুন :