সুয়ালক ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভা


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ২১/০৯/২০২৩, ৭:৩১ PM / ৩৩
সুয়ালক ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভা

নিজস্ব সংবাদদাতা।

আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে ২১শে সেপ্টেম্বর বৃহস্পতিবার বান্দরবানের সুয়ালক উচ্চ বিদ্যালয় হল রুমে ৪ নং সুয়ালক ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ৪ নং সুয়ালক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মংচা প্রু মার্মা এর সভাপতিত্বে আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ ৪নং সুয়ালক ইউনিয়ন শাখা ও ওয়ার্ড আওয়ামী লীগ ও ইউনিয়নের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ও বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান,ক্য শৈ হ্লা।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, এ কে এম জাহাঙ্গীর,জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, সৌরভ দাস শেখর,সদর উপজেলা আওয়ামী লীগের, জনাব মংপু মার্মা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নাছির উদ্দিন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাংগঠনকে নির্বাচনমুখী ও আরও শক্তিশালী সংগঠনে পরিণত করতে এ বিশেষ সভার আয়োজন করা হয়।