হেডম্যান পাড়া বৌদ্ধ বিহারে মধু পূর্নিমা উদযাপিত।


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ০৯/০৯/২০২২, ১:৩৯ PM / ১১
হেডম্যান পাড়া বৌদ্ধ বিহারে মধু পূর্নিমা উদযাপিত।

রাঙ্গামাটি ব্যুরো।

রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের অর্ন্তগত ঐতিহ্যবাহি হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমা উদযাপিত হয়েছে। ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭ টা হতে ছোট বড় নারী পুরুষ এবং উপাসক উপাসিকা বিহারে এসে সমাগম হয়। এসময় উপস্থিত ছিলেন ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আদোমং মারমা রাজস্থলী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চাইথোয়াইমং মারমা, সুইথুইমং মারমা, উন্নয়ন বোর্ড সিএইচটি শি ক্ষা ইউপিএম থুইসাচিং মারমা সাবেক চেয়ারম্যান বিহার কমিটি সভাপতি ঞোমং মারমা চা পাড়া যুবক নেতা সভাপতি অংক্যসিং মারমাসহ সমাজ সেবক বিভিন্নপেশাজীবি বৌদ্ধ ধর্মের প্রাণ অনুসারীরা বিহারে উপস্থিত ছিলেন। আজকে বৌদ্ধ ধর্মের প্রধান উৎসব হচ্ছে মধু পূর্ণিমা বৌদ্ধ পূর্ণিমা হিসাবে সকলে কাছে পরিচিত ও অাখ্যায়িত রয়েছে। সকাল প্রথমে গৌতম বুদ্ধের কাছে ফুল পূঁজা প্রদীপ জ্বলে মোমবাতি পূঁজা সহ বিভিন্ন পূজা পালন করতে দেখা যাচ্ছে, নর নারী ছোট ছোট শিশুরাসহ অংশ গ্রহণ করেন। এই দিনটি সারা বিশ্বে ব্যাপী বৌদ্ধ ধর্মলম্বীরা পালন করছে। গৌতম বুদ্ধের জন্ম দিনে হনুমান বানর অরণ্য পাহাড় পর্বতে একসময় মধু সহ বিভিন্ন প্রজাতি ফল ফুল সঙ্গে নিয়ে পূঁজা করতেন।তাই এ দিন টিকে মধূ পূর্নিমা বা বৌদ্ধ পূর্ণিমা সকলে পালন করছে। বিহারে জাতক ও ধর্ম দেশনা দেন বিহার অধ্যক্ষ উঃ ঞানাওয়ানসা থেরো ভিক্ষু। সব্বে স ত্তা সুখীতা হোন্ত জগতে সকল প্রাণী সুখী হউক। ধর্ম বর্ণ নির্বেশেষে সকল শান্তি তে বসবাস করতে গৌতম বৌদ্ধ কাছে প্রার্থণা করা হয়েছে।

 

 

 

আজ মধু পূর্নিমা।