২ এপিবিএন এর তৎপরতায় ২৫ হারানো মোবাইল ও বিকাশের টাকা হস্তান্তর


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ১০/১১/২০২৩, ৭:৫১ PM / ১৭
২ এপিবিএন এর তৎপরতায় ২৫ হারানো মোবাইল ও বিকাশের টাকা হস্তান্তর

নিজস্ব সংবাদদাতা। 

২ এপিবিএন এর তৎপরতায় বিভিন্ন সময়ে গ্রাহকের হারানো মোবাইল সংক্রান্ত জিডি মূলে ২৫ টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং বিকাশে ভুলক্রমে চলে যাওয়া টাকা উদ্ধার পূর্বক তা মূল মালিকের কাছে হস্তান্তর করেছেন ২ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান।

শুক্রবার ১০ই নভেম্বর ২ এপিবিএন মেঘলা কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে হারানো ২৫ টি মোবাইল এবং ভুলক্রমে বিকাশে চলে যাওয়া টাকা প্রকৃত মালিকের হাতে তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সহ-অধিনায়ক (পুলিশ সুপার) আমিনুল ইসলাম, ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের ক্যাম্প কমান্ডার (পুলিশ পরিদর্শক) শওকত আলী,সহ ২ এপিবিএন এর বিভিন্ন পদস্থ কর্মকর্তা বৃন্দ এবং মোবাইল গ্রহীতা বৃন্দ।