৭ জন সেচ্ছাসেবক কে স্বীকৃতি স্বরূপ বান্দরবান রিজিয়নে সার্টিফিকেট প্রদান


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ০২/১১/২০২৩, ৭:২৭ PM / ১৯
৭ জন সেচ্ছাসেবক কে স্বীকৃতি স্বরূপ বান্দরবান রিজিয়নে সার্টিফিকেট প্রদান

নিজস্ব সংবাদদাতা।

বান্দরবান রিজিয়ন কর্তৃক স্বেচ্ছাসেবকদের মাঝে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২ই নভেম্বর সকালে বান্দরবান রিজিয়নের পক্ষ থেকে বান্দরবান জেলার সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বেসামরিক এলাকায় বন্যার্তদের মাঝে স্বেচ্ছায় বিভিন্ন কাজের সহায়তা করা জন্য তাদের ভাল কাজের স্বীকৃতি স্বরূপ ৭ জন বেসামরিক স্বেচ্ছাসেবক সদস্যকে সনদপত্র প্রদান করেন ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, এসজিপি, এনডিসি এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি।

এসময় আরো উপস্থিত ছিলেন জিএসও-২ইন্ট ৬৯পদাতিক ব্রিগেড, মেজর শায়েখ উজ জামান, জিএসও-৩ ইন্ট ৬৯পদাতিক ব্রিগেডক্যাপ্টেন মোহাম্মদ আব্দুল মান্নান ও সার্টিফিকেট প্রাপ্ত স্বেচ্ছাসেবক ব্যক্তি গন।

উল্লেখ্য যে,গত আগস্ট মাসে বান্দরবান জেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত জনসাধারণের মাঝে রিজিনের সাথে সমন্বয় করে বান্দরবানে ১২টি স্বেচ্ছাসেবক সংগঠন ভালো কাজ করায় তাদের মাঝে রিজিয়ন কর্তৃক ১১৩ জনকে সার্টিফিকেট প্রদান করেন।

উল্লেখ্য যে গত ১৩অক্টোবর তারিখে ৭জন ব্যক্তি উপস্থিত না থাকায় তাদের মাঝে রিজিয়ন কর্তৃক অদ্য সনদপত্র বিতরণ করেন।