কাপ্তাইয়ের  কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ১৭/০৫/২০২৩, ১১:১৫ PM / ১১৩
কাপ্তাইয়ের  কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি।

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউপি এলাকাধীন প্রজেক্ট এলাকার হাদি টিলা নামক স্থান সংলগ্ন কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সিরাজুল সালেহিন আকিব(২৪) নামে এক যুবক নদীর পানিতে তলিয়ে গেছে।

তাঁর বাবা   সহিদুল ইসলাম বাবু ফিটার পদে কাপ্তাই  পিডিবিতে  কর্মরত আছেন।

বুধবার (১৭ মে) বেলা ১টার দিকে এই ঘটনা ঘটে বলে জানান কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান।

ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ জানান,  বুধবার বেলা ১টার দিকে আকিব এবং তার তিন বন্ধু কাপ্তাই প্রজেক্ট এলাকার হাদি টিলা নামক স্থান সংলগ্ন কর্ণফুলী নদীতে গোসল করতে নামলে হঠাৎ ঝড়ো হাওয়ার সম্মুখীন হয়। ওইসময় আকিবের তিন বন্ধু নদীর পাড়ে উঠতে পারলে আকিব নদীর পানিতে তলিয়ে যায়। পরে তার বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে স্থানীয় বাসিন্দাদের খবর দেন।

খবর পেয়ে কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান এর নেতৃত্বে পুলিশ সদস্য,    স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে ছুটে যান।

পরে বেলা ২ টার দিকে কাপ্তাই  ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেলোয়ার হোসেন এর নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে অংশ নেন।   এর কিছুক্ষণ পর কাপ্তাই শহীদ মোয়াজ্জেম ঘাঁটির  নৌবাহিনীর ডুবুরীদল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেন।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেলোয়ার হোসেন জানান, আমরা আজকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করবো। শেষ খবর পাওয়া পর্যন্ত( সন্ধ্যা ৬ টা) নিঁখোজ যুবকের কোন সন্ধানে পাওয়া যায় নাই।

 

 

আরো পড়ুন-

 

 

 

রাজস্থলী উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির বার্ষিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত