কাপ্তাইয়ে কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ০৫/০৬/২০২৩, ১২:১১ AM / ৩৫
কাপ্তাইয়ে কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি।

মৎস্য অধিদপ্তরের আওতাধীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের অর্থায়নে কাপ্তাই উপজেলা সিনিয়র   মৎস্য অফিসের আয়োজনে কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ে ৩ দিনব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন  করা হয়েছে।

রবিবার (৪ জুন) কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ কিন্নরীতে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক। এসময় কাপ্তাই উপজেলা  সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম মৎস্য উন্নয়ন প্রকল্পের পরিচালক আব্দুল্লাহ আল হাসান প্রমুখ।

প্রসঙ্গত, কার্প জাতীয় মাছের মিশ্রচাষের এই  প্রশিক্ষণ কর্মশালায় ২০ জন অংশ নিচ্ছেন।

 

 

 

রামগড়ের প্রত্যন্ত গ্রামের দীপু ত্রিপুরা ভারসাম্য দৌঁড় প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে সেরা