কাপ্তাইয়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় মনোমুগ্ধকর নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ১৩/০৭/২০২৩, ৯:৩৬ PM / ১১০
কাপ্তাইয়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় মনোমুগ্ধকর নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি।

রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির আয়োজনে এবং উপজেলা শিক্ষা বিভাগের সহযোগিতায় বৃহস্পতিবার সকাল ১০ টা হতে দুপুর ১ টা পর্যন্ত কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার মনোমুগ্ধকর নৃত্য প্রতিযোগিতা।

এতে সৃজনশীল নৃত্য, লোক নৃত্য, মনিপুরী নৃত্য, কথক নৃত্য এবং ভরত নাট্যম ক্যাটাগরিতে ২০ টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৪০ জন প্রতিযোগী অংশ নেন।

এসময় প্রতিযোগীদের নান্দনিক পরিবেশনায় মুগ্ধ হন আগত দর্শকরা।

প্রতিযোগিতায় বিচারক এর দায়িত্ব পালন করেন কাপ্তাই শিল্পকলা একাডেমির নৃত্য শিক্ষক সঙ্গীতা দত্ত এ্যানি, রওশন শরীফ তানি এবং খোদেজা আক্তার ভাষা। এসময় উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত উপস্থিত ছিলেন ।

রাঙামাটি জেলা শিশু একাডেমি হতে আগত নৃত্য শিল্পী প্রনব কুমার ত্রিপুরা প্রতিযোগিতায় পর্যবেক্ষক এর দায়িত্ব পালন করেন।