ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় রাজস্থলীতে ৬ টিরও বেশি আশ্রয় কেন্দ্র খোলা


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ১৩/০৫/২০২৩, ১১:০৯ PM / ৩৫
ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় রাজস্থলীতে ৬ টিরও বেশি আশ্রয় কেন্দ্র খোলা

রাঙামাটি বুর‍্যো।

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় রাঙামাটি রাজস্থলী উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।১৩ মে শনিবার রাজস্থলী উপজেলা চেয়ারম্যানের রুমে নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।

সভায় ঝুকিপূর্ণ এলাকা চিহ্ন করা এবং প্রত্যেক ওয়ার্ডে রেসপন্স টিমের সদস্য করে কমিটি করা সহ উপজেলার বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা কর্মচারীদের সকল ছুটি বাতিল সম্পর্কে অবহিত করা। রাজস্থলী উপজেলায় ০৬ টিরও বেশি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

প্রস্তুত রাখা হয়েছে স্কুলগুলো। রাজস্থলী উপজেলা সংলগ্ন সহ বিভিন্ন এলাকার লোকজনদের নিরাপদ জায়গায় সরে যেতে ইতিমধ্যে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। প্রবল বৃষ্টিতে পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে লোকজনদের সচেতন করা হচ্ছে। রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা জানিয়েছেন উপজেলায় ৬ টি আশ্রয় কেন্দ্র ছাড়াও বিভিন্ন এলাকার স্কুলগুলো খোলা রাখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া পর্যাপ্ত শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ জানিয়েছেন ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, আবু হেলাল, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা,ডা, রুইহলাঅং মারমা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আজগর আলী খান প্রমূখ।উল্লেখ্য, ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ সকল মেম্বার ও গন্যমান্য স্থানীয় জনসাধারণদেরকে নিয়ে ইউপি চেয়ারম্যান পরিষদে কক্ষে মোখা ঘূর্ণিঝড় বিপদ সংকেত পূর্বে প্রস্ততি মোকাবেলায় বিষয়ে আলোচনা সভাতে ইউপি চেয়ারম্যান আদোমং মারমা উপস্থিত ছিলেন।

তিনি বলেন এলাকার স্থানীয় বাসিন্দাদেরকে নিদিষ্ট আশ্রয় কেন্দ্রের অবস্থান নিরাপদে থাকার জন্য আহবান জানান। ইউএনও নির্দেশে মোতাবেক ইউনিয়ন পরিষদ কর্তৃক এলাকার বিভিন্ন স্থানে পাড়া মহল্লা সিএনজি যোগে গিয়ে ঘূর্ণিঝড় মোখা সর্তক বিপদ সংকেত বিষয়ে এলাকাবাসী উদ্দেশ্য নিরাপদ স্থান থাকার জন্য মাইকিং মাধ্যমে প্রচার প্রচারণা করা হয়েছে।