টিএসএফ’র উদ্যোগে এসএসসি পরিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ২৮/০৪/২০২৩, ৬:১৭ PM / ৫৯
টিএসএফ’র উদ্যোগে এসএসসি পরিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

খাগড়াছড়ি, প্রতিনিধি।

ঐক্য শিক্ষা প্রগতি এই মূলনীতি রেখে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ (টিএসএফ), ভাইবোনছড়া ইউনিয়ন শাখারউদ্যোগে ২০২৩ এসএসসি পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দিক নির্দেশনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল ) বিকাল ২ ঘটিকায়
খাগড়াছড়ি জেলা সদরের ভাইবোনছড়া ইউনিয়স্থ মিলেনিয়াম ভাইবোনছড়া উচ্চ
বিদ‍্যালয় হল রুমে এটি অনুষ্ঠিত হয়।

সভাতে টিএসএফ, ভাইবোনছড়া ইউনিয়ন
শাখার সভাপতি মাচাং লসমী ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন ৫নং ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন চাকমা ও উদ্বোধক
হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয়
কমিটির সভাপতি নয়ন ত্রিপুরা।

এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের ৪,৫ ও ৬নং ওয়ার্ডের সম্মানিত সদস‍্যা ও বাংলাদেশ ত্রিপুরা যুব কল‍্যাণ সংসদের নারী ও শিশু বিষয়ক সম্পাদক বেনুকা ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল‍্যাণ সংসদ (বিটিকেএস), ভাইবোনছড়া উত্তর উপ-আঞ্চলিক শাখার সভাপতি সুবল ত্রিপুরা, মিলেনিয়াম ভাইবোনছড়া উচ্চ বিদ‍্যালয় প্রধান শিক্ষক তাতুমনি চাকমা, নালকাতা উচ্চ বিদ‍্যালয়
প্রধান শিক্ষক আনিস দত্ত চাকমা, বিটিকেএস এর ভাইবোনছড়া উত্তর উপ-আঞ্চলিক শাখার সহ সাধারণ সম্পাদক জেপিয়ন ত্রিপুরা (সুনীল), ত্রিপুরা স্টুডেন্টস্
ফোরামের খাগড়াছড়ি সদর শাখার সভাপতি মিলন ত্রিপুরা, খাগড়াছড়ি সদর কলেজশাখার সভাপতি হিকুময় ত্রিপুরা ও পেরাছড়া ইউনিয়ন শাখার সভাপতি জবা ত্রিপুরা।

অনুষ্ঠানে টিএসএফ, ভাইবোনছড়া ইউনিয়ন
শাখার সাধারণ সম্পাদক রবিজয় ত্রিপুরার উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম ত্রিপুরা।

পরে সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মাধ্যমে ভাইবোনছড়ার বিভিন্ন প্রান্ত থেকে আগত ৭০ জন এসএসসি পরিক্ষার্থীকে শিক্ষা উপকরণ তোলে দেওয়া হয়।

 

 

আরো পড়ুন-

 

 

বিলাইছড়িতে ম্যালেরিয়া নির্মূলে এডভোকেসি সভা অনুষ্ঠিত