দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, আতঙ্কে গ্রামছাড়া মানুষ


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ০৮/০৪/২০২৩, ৩:১৪ PM / ১১৯
দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, আতঙ্কে গ্রামছাড়া মানুষ

চনুমং মারমা, রুমা প্রতিনিধি।

 

বান্দরবানের রোয়াংছড়িতে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষের ঘটনায় পাইন্দু ইউনিয়নের খামতাং পাড়ার জনসাধারণ আতঙ্কে গ্রাম ছেড়ে রুমা এবং রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

গত শুক্রবার (৭ এপ্রিল) রুমা এবং রোয়াংছড়ি উপজেলার সীমানা এলাকা খামতাং পাড়ায় দুই সশস্ত্র গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধলে ৮ জন নিহত হয়, সংঘর্ষের ঘটনার সময় খামতাং পাড়ার লোকজন আতঙ্কে পাড়া ছেড়ে পালিয়ে অত্র দুই উপজেলার প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সহযোগিতায় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেন।

আশ্রিতদের মধ্যে রুমার এক আশ্রয়কেন্দ্রে নারী ও শিশু সহ মোট ৬৪ জন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা, তবে গ্রামটির বেশিরভাগ বাসিন্দা রোয়াংছড়ি উপজেলায় পালিয়ে আশ্রয় নিয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত শুকনো খাবার, রান্নার তেল, মুশুরী ডাল, চাল, লবণ, কম্বল ইত্যাদি প্রদান করা হয়েছে।

রুমা সেনা জোন হতে আশ্রিতদের তাৎক্ষনিক মেডিকেল সহায়তা, ওষুধপত্র সহ পানীয় জল ও রাতের খাবার প্রদান করা হয়েছে। বর্তমানে সেনাবাহিনী আশ্রিতদের নিরাপত্তার দায়িত্ব রয়েছে। খামতাং পাড়া এখন জনশূন্য।

 

আরো পড়ুন –

খাগড়াছড়ি ১৪৪ ধারা জারি