রাজস্থলী তে পাথর মালবাহী ট্রাক উল্টে খাদে।


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ০৪/০৪/২০২৩, ৬:৩৪ PM / ১১৫
রাজস্থলী তে পাথর মালবাহী ট্রাক উল্টে খাদে।

 

রাঙ্গামাটি বুর‍্যো।

রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা ২নং গাইন্দ্যা ইউনিয়নের অর্ন্তগত ইসলামপুর ভাঙ্গাপুল নামক স্থানের মালবাহী পাথর বোঝা ট্রাক উল্টে খাদে পড়ে যায়।

৪ এপ্রিল মঙ্গলবার বিকাল ৩ টায় চন্দ্রঘোনাগামী সড়ক হতে রাজস্থলী উপজেলা সীমান্ত সড়ক নির্মাণের কাজের উদেশ্য ঐ পাথর বোঝা মালবাহী ট্রাকটি না পৌছার আগে মাঝ পথে ইসলামপুর ভাঙ্গাপুল নামক স্থানের পাথর বোঝা ট্রাক উল্টে খাদে পড়ে যায়।

এলাকার প্রত্যক্ষদর্শী ও মেম্বার মোঃ এমদাদুল হক মিলন জানান,অতিরিক্ত পাথর মাল বহন বোঝা কারণে এ দূর্ঘটনায় ঘটছে বা সড়ক হতে ছিটকে পড়ে উল্টে খাদে পড়ে যায়। ট্রাক চালক মোঃ আজগর দ্রুত গাড়ি হতে লাভ দিয়ে একটু জন্য প্রাণে বেঁচে যায়।

এ দূর্ঘটনায় পাথর বোঝাই মালবাহী ট্রাক নং চট্রমেট্রো ট-১১-৯৪৪৬। এলাকার কিছু সচেতন স্থানীয় গণমাধ্যম কে বলেন, এ কয়েকমাসে চন্দ্রঘোনাগামী সড়ক পথে রাজস্থলী উপজেলা সড়কে অতিরিক্ত পাথর বোঝা মালবাহী ট্রাক উল্টে খাদে পড়ে প্রায় দেখা যাচ্ছে, বিগত দিনে এ ধরনের দূর্ঘটনায় কবলে আহত নিহত হয়েছে বলে খবর পাওয়া যায়।

রাজস্থলী থানা ওসি মোঃ জাকির হোসেন জানিয়েছেন প্রায় বিকাল ৩ টা দিকে ইসলামপুর ভাঙ্গাপুল নামক স্থানের পাথর বোঝা মালবাহী ট্রাক উল্টে খাতে পড়েছে খবর পেয়েছি, কিন্তু নিহত ও আহত খবর পাওয়া যায়নি। এ বিষয়ে কেউ যদি লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

আরো পড়ুন –

থানচিতে বিদ্যুৎ সরবরাহ নাই একসপ্তাহ, ভূতুরে পরিবেশে বসবাস শত পরিবার।