বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে ঐতিহাসিক পার্বত্য চুক্তির ২৫বছর পূর্তি উদযাপন।


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ০২/১২/২০২২, ১২:৪০ PM / ১২৮
বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে ঐতিহাসিক পার্বত্য চুক্তির ২৫বছর পূর্তি উদযাপন।

জয়বাংলা নিউজ ডেস্ক।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে  দিন ব্যাপী বিভিন্ন কর্মসুচীর মধ্যদিয়ে ঐতিহাসি পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৫বছর পূর্তি উদযাপন করা হয়েছে বান্দরবানে।

২ডিসেম্বর (শুক্রবার)  সকাল নয়টায় পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৫বছর  বর্ষপূর্তি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় সামনে থেকে বেলুন উড়িয়ে র‍্যালীর শুভ উদ্বোধন করেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক ।
এর পর  বান্দরবানে বসবাসরত ম্রো,ত্রিপুরা,মারমা,চাকমা,তঞ্চঙ্গ্যা,খুমী সহ ১১টি বিভিন্ন জাতি গোষ্ঠীর নিজস্ব পোষাক পরিচ্ছদে, বিভিন্ন সাজে সজ্জিত হয়ে বিভিন্ন প্রকার প্লাকার্ড-ব্যানার,ফেস্টুন হাতে শত শত নারী পুরুষের  অংশগ্রহণে ব্রিগেড কমান্ডার মোঃ জিয়াউল হক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা”এর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অরুন সারকি টাউন হলে এসে র‍্যালী শেষ হয়।

পরে টাউন হলে বান্দরবান পার্বত্যজেলা পরিষদের চেয়ারম্যান  ক্য শৈহ্লা এর সভাপতিত্বে জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাশ এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়।  আলোচনা সভায় বক্তাগণ বলেন আমরা শান্তি চাই, এলাকায় কোন অশান্তি চাই না। আমরা এগিয়ে যেতে চাই।

১৯৭১সালে পার্বত্য এলাকায় শিক্ষার হার ছিল দুই শতাংশ বর্তমানে ৭১শতাংশ। শান্তি চুক্তির পর পার্বত্য চট্টগ্রামে যোগাযোগ ব্যবস্থার আমুল পরিবর্তন হয়েছে, রাস্তাঘাট-ব্রীজ-কালভার্টসহ বিভিন্ন অবকাঠামো নির্মিত হয়েছে। জেলা সদর থেকে চুক্তির আগে যেখানে রুমা -থানছি যেতে ৩-৪দিন সময়  লাগতো শান্তি চুক্তির ফলে এখন তিন ঘন্টায় বগালেক-থানছি যাওয়া যায়, সম্ভব হয়েছে একমাত্র  পার্বত্য চুক্তির কারনেই সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী ঘোষণা কোন এলাকা অন্ধকারে থাকবেনা। পার্বত্য এলাকায় দুর্গম এলাকায় ঘরে ঘরে সোলার বিদুৎতের আলোয় আলোকিত হয়েছে। পার্বত্য চুক্তির সিংহভাগ ধারা বাস্তবায়িত হয়েছে বলে বক্তারা উল্লেখ করেন।

অনুষ্টানে আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান  ৬৯পদাতিক ব্রিগেড কমান্ডার মোঃ জিয়াউল হক, সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহমুদুল হাসান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মোঃ শফিকুর রহমান,  বান্দরবান  ডিডিএলজি লুৎফুর রহমান,  বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার,  পুলিশ সুপার তারিকুল ইসলাম, পৌর মেয়র মোঃ ইসলাম বেবী, সিভিল সার্জন ডা. নিহার রঞ্জন নন্দী, বান্দরবান জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, ক্যাসা প্রু,  সিং ইয়ং ম্রো, সিং ইয়ং খুমী প্রমূখ উপস্থিত ছিলেন।

এছাড়াও বান্দরবান রাজার মাঠে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, গরীব দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ, বিকেল তিনটায় বান্দরবান জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ,  সন্ধ্যায় সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগীতায় পদকপ্রাপ্ত বিজয়ীদেরকে সংবর্ধণা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়েছে।

পার্বত্য শান্তি চুক্তির ২৫তম বর্ষপূর্তি আজ।