বান্দরবানে বিশ্ব পরিবেশ দিবসের বর্ণাঢ্য আয়োজন


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ০৫/০৬/২০২৩, ২:০২ PM / ৫৩
বান্দরবানে বিশ্ব পরিবেশ দিবসের বর্ণাঢ্য আয়োজন

নিজস্ব সংবাদদাতা।

প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে’ এই প্রতিপাদকে সামনে রেখে বান্দরবানের পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।

এই উপলক্ষে সোমবার ৫ই জুন সকালে জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর বান্দরবান এর উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ হতে বের করা হয় বর্ণাঢ্য র‍্যালী। র‍্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালীতে অংশ নেন শিক্ষার্থীর, পরিবেশ সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াসিন পারভিন তিবরীজি।

অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হোসেন মোঃ রায়হান কাজেমি ,জেলা সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দী, বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক এস এম শাহনেওয়াজ, পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক মোহাম্মদ ফখর উদ্দিন চৌধুরী।

এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা,পরিবেশ সংরক্ষণ সংগঠনের প্রতিনিধি,বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র ছাত্রী বৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

আলোচনা সভায় বক্তারা পরিবেশের উপর প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরেন এবং পরিবেশ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য আহ্বান জানান।

 

 

 

 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালী ও আলোচনা সভা