বিলাইছড়িতে দৃশ্যমান হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ১১/০২/২০২৪, ৮:১০ PM / ৫০
বিলাইছড়িতে দৃশ্যমান হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙ্গামাটি)প্রতিনিধি:

রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের নামে মিনি স্টেডিয়াম ভবন নির্মাণ কাজ দৃশ্যমান হলো উদ্বোধনের মধ্যে দিয়ে।

রবিবার (১১ ফেব্রুয়ারী) সকাল ১০:০০ টায় শেখ রাসেল ম্যুরাল ও ছাদ ধালাই -এর কাজ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।এতে প্রধান অতিথি বলেন,কাজের গুনগত মান নিশ্চিত করে দ্রুত কাজ সম্পাদনে সংশ্লিষ্ট দপ্তর ও নির্মাণ প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতার মধ্যে কাজ করতে হবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ঢাকা-এর নির্বাহী প্রকৌশলী (চ:দা:) মো. মোখলেছুর রহমান,১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিভূতি-ভূষণ চাকমা এবং কনট্রাক্টর চিরনজীব চাকমা সহ জেলা ও উপজেলার অন্যান্য দায়িত্বরত কর্মকর্তা উপস্থিত ছিলেন। স্থাপনার মধ্যে শেখরাসেল ম্যুরাল, ভিআইপি গ্যালারী, ড্রেসিংরুম,পাবলিক টয়লেট, মাঠ উন্নয়নে আরসিসি ড্রেন বা নালা এবং গোল্ডপোস্ট দুটিসহ ৩০০ ফিট গ্যালারী থাকবে বলে জানা গেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে এবং জাতীয় ক্রীড়া পরিষদের বাস্তবায়নের ৪ কোটি ৬২ লক্ষ টাকা শেখ রাসেল মিনি স্টেডিয়াম আগামী ৩০ জুন ২০২৪ সালে শেষ হওয়ার আশা ব্যক্ত করেন।