রাঙামাটি  মানিক ছড়ি চেকপোস্টে ৭ তক্ষক সহ আটক দুইজন


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ২৫/০৫/২০২৩, ১২:৩৬ AM / ৫৯
রাঙামাটি  মানিক ছড়ি চেকপোস্টে ৭ তক্ষক সহ আটক দুইজন

চিরন বিকাশ দেওয়ান,রাঙামাটি প্রতিনিধি।

রাঙামাটি প্রবেশ মুখ মানিক ছড়ি চেকপোস্টে ৭ তক্ষক নিয়ে দুইজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার ২৪ মে রাঙামাটি হাটের দিন বিকালে এই তনক্ষ পাচারকারী চক্রকে আটক করেছে বলে কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছেন।

পুলিশ সুত্রে জানা যায়, তক্ষক একটি বন্যপ্রাণী সকল প্রকার বন্যপ্রাণী ধরা ও মারা সম্পূর্ণ নিষিদ্ধ, তা জানা শর্তে এই অপরাধে যুক্ত অনেক অসাধু ব্যবসায়ী চক্র।

তারা হাতিয়ে নেন লক্ষ লক্ষ টাকা,আজ এই অপরাধী চক্রের গোপন সংবাদের খবর পেয়ে তল্যাশী চালিয়ে ৭ তক্ষক সহ দুই ব্যক্তিকে ধরতে সক্ষম হয়েছি।

এই ব্যাপারে রাঙামাটি কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি আরিফুল আমিন জানান, বিকালে মানিক ছড়ি চেকপোস্টে ৭ তক্ষক পাচার কালে ললিত কুমার চাকমার ছেলে প্রিয় ময় চাকমা ও সাথোয়াইউ মারমার ছেলে সাইনুংমং মারমা সহ দুই ব্যক্তি একই উপজেলার মহাল ছড়ি উপজেলা বাসিন্দা বলে জানান, এই দুইজন ব্যক্তি আটক করা হয় ,আমরা তনক্ষ উদ্ধার করে বনবিভাগকে বুঝিয়ে দিয়েছি, তারা গভীর জঙ্গলে যেন তনক্ষ গুলো ক্ষতি না হয় সেভাবে অবমুক্ত করতে পারে।

 

 

 

ফুটবল খেলোয়াড় সমিতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২৩