সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক  কাজে যুবদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ০৭/১২/২০২৩, ৮:১১ PM / ৮৯
সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক  কাজে যুবদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ

কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি:

 

রাঙামাটির কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে সামাজিক কর্মকান্ড  ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।  এতে সর্বমোট ৩০ জন যুব ও যুব মহিলা  অংশ নেন।  বৃহস্পতিবার( ৭ ডিসেম্বর)   সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ কিন্নরী তে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক।

উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন এর সভাপতিত্বে সহকারী উপজেলা  যুব উন্নয়ন কর্মকর্তা মো: জাকির হোসেন এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।   স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন।  প্রশিক্ষণে  সামাজিক কর্মকান্ড,   মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, সন্ত্রাস দমন এবং বাল্যবিবাহ বিষয়াদি নিয়ে  আলোচনা করা হয়।