কলা গাছের তন্তু হতে তৈরী শাড়ি দেখছেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরিজী।

  • কলা গাছের তন্তু হতে তৈরী শাড়ি দেখছেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরিজী।

     

    বান্দরবান জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরিজী এর ব্যাক্তিগত আগ্রহে গ্রহণ করা হয় কলা গাছ হতে সুতা তৈরির পরিকল্পনা।তার ব্যাক্তিগত উদ্যোগে পরীক্ষামূলক ভাবে সৌখিন জিনিস পত্র তৈরির পাশাপাশি নেয়া হয়  এক ব্যাতিক্রমি চ্যালেঞ্জ।তারই ফলশ্রুতিতে বাংলাদেশে এই প্রথম কলাগাছের তন্তু(সুতা) হতে তৈরি হলো বাঙ্গালী নারীদের ঐতিহ্য শাড়ি।

    এই সফলতায় জেলার দক্ষ প্রশিক্ষিত নারীদের আত্মকর্মসংস্থানের পাশাপাশি অর্থনীতিতে অবদান রাখবে এমনটাই প্রত্যাশা এই প্রকল্পের সাথে জড়িত সংশ্লিষ্টদের।

    কলা গাছের তন্তু হতে তৈরী শাড়ি।