কলা গাছের তন্তু থেকে তৈরী হচ্ছে সৌখিন জিনিস পত্র।

  • কলা গাছের তন্তু থেকে তৈরী হচ্ছে সৌখিন জিনিস পত্র।

    কলা গাছ একবার ফল দিয়েই মরে যায়। কলা আহরণের পর এ গাছের আর কোন অর্থনৈতিক উপযোগ থাকেনা।ফেলে দেয়া গাছের বাকল/ কান্ড/ খোল থেকেই তন্তু তৈরির উদ্যোগ গ্রহণ করেন বান্দরবান জেলাপ্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
    তৈরি সুতা থেকে তৈরি হচ্ছে হস্তশিল্পজাত পণ্য ব্যাগ, জুতা, শতরঞ্জি, টেবিল ম্যাট, শোপিস, জুয়েলারি, কলমদানি, ফোল্ডার, শিকা, প্লান্টার সেলফ ইত্যাদি।

    কলা গাছের তন্তুুর সৌখিন জিনিস পত্র।