জন্মদিনে জানাই লাল ভালোবাসা


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ০৫/০৮/২০২২, ১২:৫৩ AM / ১৩১
জন্মদিনে জানাই লাল ভালোবাসা

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী শুক্রবার (৫ আগস্ট)।

১৯৪৯ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি।

একজন মুক্তিযোদ্ধা – তিনি স্বাধীন বাংলাদেশে প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে মুক্তিবাহিনীতে কমিশন লাভ করেন ও মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানির এডিসি হিসেবে দায়িত্বপালন করেন।
একজন ক্রীড়া ব্যাক্তিত্ব – শৈশব থেকে ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবলসহ বিভিন্ন খেলাধুলায় প্রচণ্ড উৎসাহ ছিল তার। তিনি উপমহাদেশের অন্যতম সেরা ক্রীড়া সংগঠন, বাংলাদেশে আধুনিক ফুটবলের প্রবর্তক আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা ছিলেন।
একজন দক্ষ রাজনৈতিক ব্যাক্তিত্ব।
বহু গুনের অধিকারী হে মহান নেতা তোমার জন্মদিনে জানাই লাল ভালোবাসা।

মোঃ কাউছার সোহাগ
সভাপতি
বাংলাদেশ ছাত্রলীগ,বান্দরবান পার্বত্য জেলা শাখা।