রামগড়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মাতৃ সম্মেলন ও বস্ত্র বিতরণ অনুষ্ঠিত।


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ০২/১০/২০২২, ৭:০৩ PM / ১৭
রামগড়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মাতৃ সম্মেলন ও বস্ত্র বিতরণ অনুষ্ঠিত।

শুভাশীষ দাশ  রামগড় (খাগড়াছড়ি)।

খাগড়াছড়ি রামগড়ে সনাতন ছাত্র ও যুব পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাতৃ সম্মেলন ও বস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার ২রা অক্টোবর সকাল ১১ টায় শিক্ষাবিদ রামেশ্বর শীলের সভাপতিত্বে রামগড় শ্রীশ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়ির নাট মন্দিরে বস্ত্র বিতরণ ও মাতৃ সম্মেলন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি। বিশেষ অতিথি ছিলেন রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল ও ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী সাবেক জেলা পরিষদ সদস্য অরুণ চন্দ্র সিংহ।

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে শতাধিক মহিলা-পুরুষ ভক্তের মাঝে শাড়ি, ধুতি ও লুঙ্গি বিতরণ শেষে রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি ও রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল উপস্থিত মাতৃ মণ্ডলী ও ভক্তবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
সনাতন ছাত্র – যুব পরিষদ রামগড় উপজেলা শাখার সভাপতি পলাশ চন্দ্র নাথ জানান প্রত্যেক বছরের ন্যায় এবারও সনাতন ছাত্র যুব পরিষদ রামগড় উপজেলা শাখা সমাজের পিছিয়ে পড়া মানুষকে সহায়তা করতে বস্ত্র বিতরনের আয়োজন করেছে।সকলের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও বৃহত্তর আঙ্গিকে প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীকে এর সাথে সম্পৃক্ত করবেন।

এ সময় দক্ষিণেশ্বরী কালিবাড়ীর উপদেষ্টা পর্যদের সদস্য অমূল্য চরন পোদ্দার, শুনিল দেবনাথ, অধ্যাপক শ্যামল রুদ্র, দক্ষিণেশ্বরী কালিবাড়ীর সহ সভাপতি আনন্দ মোহন খোকন,বীর মুক্তিযুদ্ধা প্রমোদ বিহারি দেবনাথ, সাধন দে, সাধারণ সম্পাদক শুভাশীষ দাশ, সমাজ সেবা সম্পাদক প্রদেশ ত্রিপুরা, সনাতন ছাত্র ও যুব পরিষদের সহ সভাপতি দিবাকর মজুমদার, শ্যামল দাশ,সাধারণ সম্পাদক লিংকন চৌধুরী সহ অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

অপরুপ সৌন্দর্যের কর্ণফুলী নদীর তীর ফিরে দেখা ইতিহাস ।