রামগড়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সমবায় সমিতি গঠনে উদ্বুদ্ধকরণ সভা।


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ১৬/১০/২০২২, ১:৫৩ PM / ১৯
রামগড়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সমবায় সমিতি গঠনে উদ্বুদ্ধকরণ সভা।

শুভাশীষ দাশ  রামগড় (খাগড়াছড়ি)।

রামগড়ে প্রস্তাবিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা সমবায় সমিতি লিমিটেডের প্রাক নিবন্ধন সংক্রান্ত উদ্বুদ্ধ ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার((১৬ অক্টোবর) উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহি অফিসার খন্দোকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাত এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য দেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি। বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা সমবায় কর্মকর্তা আশীষ কুমার দাশ, রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার ও সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু।

সভায় স্বাগত বক্তব্য রাখেন মো: দিদারুল ইসলাম।
সভায়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সমবায় সমিতি গঠন, নিবন্ধন ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, নারীর ক্ষমতায়ন ও আর্তকর্মসংস্থানের লক্ষ্যে বর্তমান সরকার দেশের ২০০ টি উপজেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সমবায় সমিতি প্রকল্পটি গ্রহণ করে। খাগড়াছড়ি জেলার দুটি উপজেলা সদর উপজেলা ও রামগড় উপজেলায় এ প্রকল্পভুক্ত করা হয়েছে।

 

 

চম্পাকুঁড়ি খেলাঘর আসর এর ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন