রামগড়ে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট উদ্ভোদন।


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ১২/১০/২০২২, ৯:৪৯ PM / ১৭
রামগড়ে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট উদ্ভোদন।

শুভাশীষ দাশ, প্রতিনিধি রামগড়,(খাগড়াছড়ি)।

মাদকের কবল থেকে যুবসমাজ কে রক্ষার অঙ্গীকার নিয়ে রামগড়ে শুরু হয়েছে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট।
আজ বুধবার ১২ই অক্টোবর রামগড় উপজেলা ক্রিড়া সংস্থার আয়োজনে বেলা চারটায় রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, যুব সমাজকে মাদকের কড়ালগ্রাস থেকে রক্ষা করতে ক্রীড়াঙ্গন ও সাংস্কৃতিক অঙ্গনকে উজ্জীবিত করতে হবে।

খেলায় বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা চেয়ারম্যান ও চকরিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি শেখ ফজলুল করিম সাইদী।

শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টে স্হানীয় এবং চট্টগ্রাম বিভাগের মোট ১২ টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় আজ কক্সবাজারের শেখ জামাল ক্লাব ও রামগড় উপজেলা একাদশকে ৩-০গোলে পরাজিত করে।

এ সময় খেলা উপভোগ করেন রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি,উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ ইখতিয়ার উদ্দিন আরাফাত ,রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার ফারুক, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুল আলম, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা প্রমূখ।

টুর্নামেন্টের আয়োজক রামগড় উপজেলা ক্রিড়া সংস্হার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান আগামী ২৫ শে অক্টোবর টুন্ডামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

 

জমি ও বাগান রক্ষার দাবিতে লামা রাবার ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর সংবাদ সম্মেলন।