বান্দরবানে নদীতে ডুবে ১ জন পর্যটকের মৃত্যু নিখোঁজ ২ জন


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ২৪/১২/২০২১, ৫:৪১ PM / ১৪
বান্দরবানে নদীতে ডুবে ১ জন পর্যটকের মৃত্যু নিখোঁজ ২ জন

মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান সংবাদ দাতা:
বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার তারাছার বাদুরা ঝর্না এলাকায় সাঙ্গু নদীতে গোসল করতে নেমে মারিয়া ইসলাম নামে এক পর্যটক মারা গেছে এবং ২ পর্যটক এখনও নিখোজ রয়েছে।

স্থানীয়দের সুত্রে জানাযায় ২৪শে ডিসেম্বর শুক্রবার বিকাল ৩ টার দিকে এই দুর্ঘটনা সংগঠিত হয়েছে।

ঢাকার নারায়ণ গঞ্জ থেকে ২২শে ডিসেম্বর বেড়াতে আসা একই পরিবারের ১০ জন পর্যটক ২৪শে ডিসেম্বর শুক্রবার ১২ টার দিকে নৌকা নিয়ে সাঙ্গু নদীতে ভ্রমনের উদ্দেশ্যে রোয়াংছড়ি উপজেলার তারাছার বাদুরা ঝর্না এলাকায় সাঙ্গু নদীতে
গোসল করতে নামে।

একই পরীবারের দশ জন সদস্যরা হলেন ১।শেখ মুছাইয়াত তানিশ(১৮), ২। মুয়াজ রহমান(২১), ৩। আহনাফ আকিম(২২), ৪। মারিয়াম আদনান(১৯), ৫। খাদিজা মেহরিন(২১), ৬। মারিয়া ইসলাম(১৯), ৭। মোঃ শামীম(৪৪), ৮। নাফি রহমান(২৫), ৯। সানিয়া ইকরা(২৪), ১০। মীম(২৪)।

এদের মধ্যে মারিয়া ইসলাম (১৯) মৃত্যু বরন করে এবং আহনাফ আকিম ও মারিয়াম আদনান নামে পরীবারের ২ জন সদস্য এখনো নিখোঁজ আছে।

পারিবারিক সুত্রে জানাজায় পরিবারের ছোট ভাই তানিশ স্রোতের পানিতে ভেসে গভীর কুমে পড়ে যায় সে চিৎকার দিলে অন্য ভাই বোনেরা তাকে বাঁচাতে গেলে ৫ জন পানির স্রোতে ভেসে যায় এসময় ৩ জন কে উদ্ধার করে স্থানীয়রা এরমধ্যে মারিয়া ইসলামের অবস্থা গুরতর হলে তাকে সদর হাসপাতালে নিয়ে আসার পর সে মারা যায়। জেলা টুরিস্ট পুলিশ এর উপ-পুলিশ পরিদর্শক মোঃ এরশাদ হোসেন জানান নদীর স্রোতের পানিতে যারা ভেসে গিয়েছেন তাদের সন্ধানে ফায়ার সার্ভিস ও টুরিস্ট পুলিশ এর পক্ষ থেকে উদ্ধার অভিযান চলছে।