রোয়াংছড়িতে গরীব ও দুস্থদের নগদ অর্থ ও ভিজিএফ চাউল বিতরণ।


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ১০/০৪/২০২৩, ১:০৩ PM / ১৫৫
রোয়াংছড়িতে গরীব ও দুস্থদের নগদ অর্থ ও ভিজিএফ চাউল বিতরণ।

নিজস্ব সংবাদদাতা।

রোয়াংছড়ি তারাছা ইউনিয়নের গরীব ও দুস্থ উপকারভোগী পরিবার মাঝে নগদ অর্থ ও ভিজিএফ খাদ্যশস্য চাউল বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) সকালে ২নং তারাছা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা।

তারাছা ইউপি চেয়ারম্যান উনং মারমা বলেন, প্রতিবছর ন্যায় আদিবাসীদের বৈসাবি উৎসবে কেন্দ্র করে সহযোগিতা দিচ্ছি। তারা যাতে নিজ নিজ ধর্মকে সুন্দরভাবে পালন করতে পারে। আগামীতেও যেকোন ধর্মালম্বীদের এই ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় ছাংগ্যা দানিশ পাড়া,ম্রোমগো বাজার এলাকায় নিজ অর্থায়নে নগদ অর্থ ও ১০ কেজি করে ১ হাজার ৫শত ২০ জন উপকারভোগী পরিবার মাঝে ভিজিএফ খাদ্যশস্য চাউল বিতরণ করা হয়।

বিতরনী অনুষ্ঠানে ২নং তারাছা ইউপি সদস্যসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

 

 

 

রমজান  মাস উপলক্ষে   কাপ্তাইয়ে টিসিবির পণ্য পেলো ৭৬৫১ জন