রোয়াংছড়ি উপজেলা ছাত্রলীগের ৪ টি ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত।


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ৩০/০৭/২০২২, ৯:৪১ PM / ১১
রোয়াংছড়ি উপজেলা ছাত্রলীগের ৪ টি ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত।

তৃনমূল রাজনৈতিক কর্মকাণ্ডে আরো গতিশীলতা আনায়নে,প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর সপ্ন বাস্তবায়নে তৃনমূল পর্যায়ে জনবান্ধব রাজনীতি প্রতিষ্ঠায় রোয়াংছড়ি উপজেলা ছাত্রলীগের ৪ টি ইউনিয়নে পূর্বের কমিটি ভেঙ্গে নতুন কমিটির নাম ঘোষনা করা হয়েছে।

সম্মেলনে দলীও নেতাকর্মীরা দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে

সম্মেলন উপলক্ষে গ্রহন করা হয়েছে ব্যাপক প্রস্তুতি। দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন,উপজেলা ছাত্রলীগের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলা ছাত্রলীগের পরিচিতি সভা ও বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনে রোয়াংছড়ি উপজেলার ১নং রোয়াংছড়ি সদর,২নং তারাছা,৩নং আলেক্ষ্যং,৪নং নোয়াপতং সহ ৪ টি ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীরা সম্মেলনে অংশগ্রহণ করে।

৩০শে জুলাই শনিবার সকালে রোয়াংছড়ি উপজেলা টাউন হলে আয়োজিত সম্মেলনের উদ্বোধকের দায়িত্ব পালন করেন মোঃ কাউছার সোহাগ,সভাপতি,বাংলাদেশ ছাত্রলীগ,বান্দরবান পার্বত্য জেলা।রোয়াংছড়ি উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি অংসিংউ মারমা এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌরসভা মেয়র মোহাম্মদ ইসলাম বেবী।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনি সুশীল,সাধারণ সম্পাদক,বান্দরবান জেলা ছাত্রলীগ।

শুভেচ্ছা বিনিময়

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা,নেইতন বুইতিং,মন্ত্রীর প্রতিনিধি,আথুইমং মারমা,সহ-সভাপতি,বাংলাদেশ আওয়ামিলীগ,রোয়াংছড়ি উপজেলা শাখা,
বান্দরবান জেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারন সম্পাদক,অজিত কান্তি দাস,চহ্লামং মারমা,আনন্দ সেন তঞ্চঙ্গ্যা,চনুমং মারমা,বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা,ধীরেন ত্রিপুরা,জনম জয় তঞ্চঙ্গ্যা,মংখিং সাই মারমা,পুরু কান্তি তঞ্চঙ্গ্যা,ক্রইচিংপ্রু মারমা,সুমন জয় তঞ্চঙ্গ্যা,অং ম্রাচিং মারমা,প্রীতিময় তঞ্চঙ্গ্যা।অনুষ্ঠানের সঞ্চালনা করেন উমংনু মারমা,সাধারণ সম্পাদক,বাংলাদেশ ছাত্রলীগ,রোয়াংছড়ি উপজেলা শাখা।

এছাড়াও সম্মেলনে অংশগ্রহণ করে রোয়াংছড়ি উপজেলার ৪ টি ইউনিয়নের তৃনমুল ছাত্রলীগের নেতৃবৃন্দ।বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে নবগঠিত উপজেলা ছাত্রলীগের ইউনিয়ন কমিটি তৃনমূল রাজনৈতিক পর্যায়ে আরো গতিশীল ভূমিকা রাখবে এমনি প্রত্যাশা দলীয় নেতাকর্মীদের।

 

 

আরো পড়ুন –বান্দরবানে ২৭৬ জন সহকারী শিক্ষকের নিয়োগ পত্র হস্তান্তর।