খাগড়াছড়িতে য়ারুং যুব সমিতির উদ্যোগে বৈসু উপলক্ষে খেলাধুলা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ১৩/০৫/২০২৩, ১১:১৪ PM / ১৮৪
খাগড়াছড়িতে য়ারুং যুব সমিতির উদ্যোগে বৈসু উপলক্ষে খেলাধুলা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি।

খাগড়াছড়ি জেলা সদর পেরাছড়া ইউনিয়স্থ ৮নং ওয়ার্ডের আলাধন পাড়ার য়ারুং যুব সমিতির উদ্যোগে আয়োজিত ত্রিপুরাদের প্রধান সামাজিক বৈসু উৎসব উদযাপন – ২০২৩খ্রিঃ (১৪৩৩ত্রিপুরাব্দ) উপলক্ষে ঐতিহ্যবাহী খেলাধুলার বিজয়ীদের পুরষ্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার (১২ মে) বিকালে আলাধন পাড়া শ্রী শ্রী লক্ষী নারায়ণ মন্দির প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে য়ারং যুব সমিতির সভাপতি বিনয় ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ত্রিপুরা কল‍্যাণ সংসদ (বিটিকেএস), কেন্দ্রীয় কমিটির সভাপতি সুশীল জীবন ত্রিপুরা, বাংলাদেশ আওয়ামী লীগ, খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সভাপতি সনজীব ত্রিপুরা, ৪নং পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা , বিটিকেএস, খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখার সভাপতি বিপ্লব কান্তি ত্রিপুরা, পেরাছড়া ইউনিয়ন পরিষদের ৭,৮ ও ৯ নং ওয়ার্ড মহিলা সদস্য চায়না ত্রিপুরা, ৮নং ওয়ার্ড সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ, পেরাছড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক নির্মল ত্রিপুরা (মন্টু), ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ (টিএসএফ), কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি খঞ্জন জ‍্যোতি ত্রিপুরা ও পাড়ার কার্বারী চন্ডী কিশোর ত্রিপুরা প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে টিএসএফ, খাগড়াছড়ি সদর শাখার সাবেক সভাপতি খলেন জ‍্যোতি ত্রিপুরার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন য়ারুং যুব সমিতির সাধারণ সম্পাদক হিকুময় ত্রিপুরা।

পরে আলোচনা সভা শেষে খেলাধুলা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। পুরষ্কার বিতরণের পরে খাগড়াছড়ির ধীনা ড্যান্স একাডেমীর শিল্পী ও স্থানীয় শিল্পীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

 

 

আরো পড়ুন-

 

 

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় রাজস্থলীতে ৬ টিরও বেশি আশ্রয় কেন্দ্র খোলা