চেমীমূখে আগুনে পুড়লো ৭টি দোকান।


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ০৯/০৮/২০২২, ১২:২৮ PM / ১৫
চেমীমূখে আগুনে পুড়লো ৭টি দোকান।

নিজস্ব সংবাদদাতাঃ-

বান্দরবান সদর উপজেলায় আগুনে পুড়ে ৭ দোকান পুড়ে গেছে।

মঙ্গলবার (৯আগষ্ট) ভোর রাতে গোয়া‌লিয়া‌খোলা এলাকার চেমীমূ‌খ বাজা‌রে এক‌টি মোটরবাইক সা‌র্ভিসিং সেন্টার থে‌কে এ আগু‌নের সূত্রপাত হয়।

অগ্নিকান্ডে হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।

স্থানীয়রা সুত্রে জানাযায়, ভোর রা‌তে হঠাৎ ক‌রে মোটরবাই‌কের সা‌র্ভিসিং সেন্টার থেকে আগুমের সুত্রপাত হয়।

মূহু‌র্তেই আগুন চার‌দি‌কে ছ‌ড়ি‌য়ে পড়লে দমকল বাহিনীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আশে।
অগ্নিকান্ডে বাইক সা‌র্ভিসিং সেন্টা‌রে রাখা দুই‌টি বাইক, এক‌টি কীটনাশক দোকান, এক‌টি তেলের দোকান, এক‌টি মুদির দোকান ও ফার্মেসীসহ মোট ৭‌টি দোকান পু‌রোপু‌রি পুড়ে ছাই হ‌য়ে যায়।

সুত্রে আরো জানানো হয় অগ্নিকান্ডের পর মস‌জি‌দের মাই‌কে ৯৯৯ কল করে বিষয়‌টি জানা‌লে পু‌লিশ, দমকল বা‌হিনী ও স্থানীয়রা এ‌সে একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আ‌নে।

ক্ষতিগ্রস্থরা বলেন এ ঘটনায় প্রায় ৩০লক্ষা‌ধিক টাকার মালামালে ক্ষয়ক্ষ‌তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বান্দরবান ফায়ার সা‌র্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নাজমুল ইসলাম জানান,৯৯৯ থেকে কল আশার পর আমাদের টিম অগ্নিকান্ড নিয়ন্ত্রনে ছুটে যায়।অগ্নিকান্ডে ৭‌টি দোকান পু‌ড়ে গে‌ছে। এতে প্রায় ৯-১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষ‌তি হয়েছে বলে ধারনা করছি।

 

 

জাতীয় শোক দিবসে সরকারি কর্মসূচি