পার্বত্য মন্ত্রী ও জেলা প্রশাসকের রোগ মুক্তি কামনায়  দোয়া


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ৩১/০১/২০২২, ৮:৫২ PM / ১২
পার্বত্য মন্ত্রী ও জেলা প্রশাসকের রোগ মুক্তি কামনায়  দোয়া

মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান সংবাদ দাতা:
বান্দরবান জেলা সদরের পৌরসভার ৬নং ওয়ার্ডের বনরুপা পাড়ায় শাহ জব্বারিয়া হেফজখানা  মাদ্রাসায় ছাত্র ও অভিভাবক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মৌলানা আবদুল আওয়াল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবদুল মান্নান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার উপদেষ্টা আবদুল হাকিম,মাদ্রাসার উপদেষ্টা মোঃ নুরুল আমিন,মাদ্রাসা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম,হাফেজ মৌলানা দেলোয়ার,প্রধান হাফেজ,হাফেজ মৌলানা মাহমুদুল্লাহ সহ অভিভাবক সদস্য বৃন্দ।

অনুষ্ঠানে জেলার বর্তমান করোনা পরিস্থিতিতে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ও তার পরীবারের সদস্যদের রোগ মুক্তি কামনায়  দোয়া/মোনাজাত করা হয় এছাড়াও জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজী করোনায় আক্রান্ত হওয়ায় জেলা প্রশাসকের পরীবারের জন্যেও বিশেষ দোয়া/মোনাজাত করা হয়।অনুষ্ঠানে দেশের সার্বিক মঙ্গল কামনা করে করোনা পরিস্থিতি মোকাবেলায় আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে শাহ জব্বারিয়া হেফজখানা  মাদ্রাসার সভাপতি আবদুল মান্নান বলেন এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ১১ মাসের মধ্যে অনেক সুনাম কুড়িয়েছে, ভবিষ্যৎ আলেম সৃস্টিতে,প্রতিষ্ঠানের শিক্ষার মান বৃদ্ধিতে এবং সময়োপযোগী শিক্ষা প্রদানের মাধ্যমে ছাত্রদের সুন্দর ভবিষ্যতের জন্য শাহ জব্বারিয়া হেফজখানা  মাদ্রাসার কমিটির পরিচালনা পর্ষদ, শিক্ষক,অবিভাবকদের আন্তরিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।