বান্দরবানে নানা আয়োজনে পার্বত্য শান্তিচুক্তির দু’যুগ বর্ষপূর্তি উদযাপিত


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ০২/১২/২০২১, ৯:১৬ PM / ১৪
বান্দরবানে নানা আয়োজনে পার্বত্য শান্তিচুক্তির দু’যুগ বর্ষপূর্তি উদযাপিত

মোঃ শফিকুর রহমান- বান্দরবান প্রতিনিধি:
নানা আয়োজনে বর্ণাঢ্য পরিবেশে পার্বত্য শান্তিচুক্তির দু’যুগ বর্ষপূর্তি উদযাপিত হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে।

সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে পাহাড়ের ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সম্প্রদায়ের নারী-পুরুষ নানা সাজে সেজে অংশগ্রহণ করে।

পরে রাজার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা করেন সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক।

এসময় তার সাথে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, পুলিশ সুপার জেরিন আখতার, সিভিল সার্জন ডাঃ অংসৈ প্রু মারমাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে রাজার মাঠে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এদিকে দিবসটি উপলক্ষে সেনাবাহিনীর উদ্যোগে গরীব অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়।