বান্দরবানে পাথর বুঝাই ট্রাক উলটে বসত ঘর ভেঙে চুরমার


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ২৫/০৬/২০২১, ৪:০১ PM / ১৯
বান্দরবানে পাথর বুঝাই ট্রাক উলটে বসত ঘর ভেঙে চুরমার

মোঃ শফিকুর রহমান (বান্দরবান প্রতিনিধি):
বান্দরবানের পৌরসভা বাস স্টেশন এলাকায় পাথর বুঝাই ট্রাক উল্টে একটি বসতি ঘরের উপর পড়ে ক্ষত বিক্ষত করে ঘরের প্রতিটি আসভাবপত্র। ঘটনার পর পর পালিয়ে যায় ট্রাক ড্রাইভার ও হেলপার। শুক্রবার দিবাগত রাত (২৫ জুন ২১ইং) রাত ১.৩০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।

বাস স্টেশন এলাকার স্থানীয়রা জানান অতিরিক্ত বুঝাই ও অদক্ষ ড্রাইভাদের কারণে এসমস্ত ঘটনা ঘটেছে এবং আরো বলেন প্রায় সময় এই একই স্থান এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনা কমাতে বান্দরবান বাস স্টেশন মোড়ে একটি আর সিসি ওয়াল খুবই প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা।

ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক সোহেল মাষ্টার বলে বাড়ির সব কিছু ভেঙে চুরমার হয়ে গেছে টিভি ফ্রিজ খাটসহ সম্পুর্ন মালামাল নষ্ট হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৫ লক্ষ টাকার অধিক।

জানা যায়, গাড়ির ড্রাইভার মোঃ সাজ্জাদ দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছে। গাড়ি লাইসেন্স নাম্বার চট্ট- মেট্রো- ১২-০১৩৬।