বান্দরবানে পার্বত্য মন্ত্রী কর্তৃক ভ্যান, ঠেলাগাড়ি ও রিক্সা বিতরণ


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ১৩/০৭/২০২১, ৪:২৬ PM / ২৩
বান্দরবানে পার্বত্য মন্ত্রী কর্তৃক ভ্যান, ঠেলাগাড়ি ও রিক্সা বিতরণ

মোঃ শফিকুর রহমান (বান্দরবান প্রতিনিধি):
বান্দরবানে বেকারত্ব দূরীকরণ এবং দারিদ্র বিমোচনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি কর্তৃক করোনার কারনে অসহায় ও কর্মহীন ৩৫ ব্যক্তিদের মাঝে ভ্যান, ঠেলাগাড়ি ও রিক্সা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) সকালে পার্বত্য মন্ত্রী বান্দরবানস্থ কার্যালয়ে ১৫ জন ব্যক্তিকে ভ্যান/ঠেলাগাড়ি ও ২০ জনকে রিক্সা বিতরণ করা হয়। এসময ভ্যান/ঠেলাগাড়ি ও রিক্সা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও কর্মহীন চালকদের মাঝে ভ্যান/ঠেলাগাড়ি ও রিক্সা প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। পার্বত্য মন্ত্রীর পক্ষ থেকে উপহার পেয়ে উপকার ভোগীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি দরিদ্র ও অসহায় মানুষের জন্য সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা
তুলে ধরেন এবং অসহায় দরিদ্র মানুষের জন্য সকল প্রকার সহায়তায় প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সিভিল সার্জন ডাঃ অংসুই প্রু মার্মা,
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামীলীগের সভাপতি
অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, প্রেসক্লাবের সভাপতি মনির“ল ইসলাম মনু’সহ প্রমুখ।