বান্দরবানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ পালন


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ০৪/১১/২০২১, ৭:৫৮ PM / ১৫
বান্দরবানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ পালন

মোঃশহীদুল ইসলাম রানা(সংবাদ দাতা):
“মুজিব বর্ষে শপথ করি দুর্যোগে জীবন সম্পদ রক্ষা করি” এই শ্লোগানকে সামনে রেখে বান্দরবানে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ -২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে ৪টা নভেম্বর বৃহস্পতিবার সকালে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কার্যালয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ -২০২১ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সহকারী পরীচালক,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,বান্দরবান পার্বত্য জেলা মোঃমতিয়ার রহমান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ লুৎফর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার,আব্দুল কুদ্দুছ ফরাজি(বিপিএম)।

অনুষ্ঠানের শুরুতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্য গন আগত অতিথিদের গার্ড অফ অনার সম্মান প্রদর্শন করেন।

এর পর প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ শান্তির প্রতিক পায়রা উড়িয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ এর শুভ উদ্ভোধন ঘোষণা করেন।

এর পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্য গন জেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণের মাধ্যমে জনসচেতনতা মূলক মোহড়া প্রদর্শন করেন।