বান্দরবান আলীকদমে ইউপি চেয়ারম্যান প্রার্থীর ভোট পূন:গণনার আবেদন করলেন


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ০২/১২/২০২১, ৯:৩১ PM / ১৭
বান্দরবান আলীকদমে ইউপি চেয়ারম্যান প্রার্থীর ভোট পূন:গণনার আবেদন করলেন

মোঃ শফিকুর রহমান- বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানের আলীকদম উপজেলায় সদ্য অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১নং আলীকদম সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার জিহাদ ভোট কারচুপির অভিযোগ এ তা পুন:গণনার আবেদন জানিয়েছেন। বান্দরবান জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর গত বুধবার (১ ডিসেম্বর) লিখিত আবেদন করেন চেয়ারম্যান প্রার্থী আনোয়ার জিহাদ।

লিখিত আবেদনে আনোয়ার জিহাদ উল্লেখ করেন, গত ২৮ নভেম্বর আলীকদম উপজেলার চারটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে তিনি ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদে সাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেন। তিনি আওয়ামী লীগের আলীকদম উপজেলা যুবলীগ সভাপতি ও ছাত্রলীগ উপজেলা সভাপতি ছিলেন। আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়ে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেন।

এতে আরও উল্লেখ করা হয়, ভোটের দিন বেশিভাগ কেন্দ্র থেকে তাঁর নির্বাচনী এজেন্টদের জোরপূর্বক বের করে দেয় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর লোকজন। প্রায় প্রতিটি কেন্দ্রে তাঁর (আনোয়ার) প্রাপ্ত ভোট সরিয়ে প্রতিদন্ধী নৌকা প্রতীকের প্রার্থীর ভোট গণনা করে ফলাফল পাল্টে দেয়া হয়।