সেনাবাহীনি ও বন বিভাগের যৌথ অভিযানে বিপন্ন তক্ষক সহ আটক ১ জন


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ১২/০১/২০২২, ১২:০৯ AM / ১৮
সেনাবাহীনি ও বন বিভাগের যৌথ অভিযানে বিপন্ন তক্ষক সহ আটক ১ জন

মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান সংবাদ দাতা:

বান্দরবানে সেনাবাহিনী ও বন বিভাগের যৌথ অভিযানে বিপন্ন প্রানী তক্ষক সহ নেপুন ম্রো নামে ১ জনকে আটক করা হয়েছে।

বন বিভাগের সুত্রে জানানো হয় বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদুল হাসান এর সার্বিক দিকনির্দেশনা অনুযায়ী, পাল্পউড প্লান্টেশন বিভাগ বান্দরবান এর নির্দেশে এস.এম এনামুল হক, রেঞ্জ কর্মকর্তা, তারাছা রেঞ্জ এর নেতৃত্বে বিশেষ টহল দল ১১ই জানুয়ারি মঙ্গলবার বিকেল ৪.৩০ এর দিকে গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান সদর থানার অন্তর্গত জেলা সদরের পৌর এলাকার বালাঘাটা বাজারে মোটর সাইকেল যোগে নেপুন ম্রো নামে এক ব্যাক্তি বিপন্ন বন্য প্রাণী তক্ষক বহন করে যাওয়ার সময় বনবিভাগ ও সেনাবাহিনীর সহযোগিতায় তাকে আটক করে। তক্ষক বহনকারী মটরসাইকেল নাম্বার খাগড়াছড়ি-হ -১১-৩২৩৫। বন বিভাগের সুত্রে জানা যায় গ্রেফতার কৃত ব্যাক্তি নেপুন ম্রো,তার পিতার নাম,মৃত চিংযং ম্রো,পাংরি পাড়া গ্রামের বাসিন্দা।

এ ব্যাপারে পাল্পউড প্লান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান জানান যে, বাংলাদেশ সেনাবাহিনী বান্দরবান জোন এবং জেলা পুলিশ,বান্দরবান এর সহযোগিতায় আমরা যৌথ অভিযান পরিচালনা করে থাকি। যে কোন ধরনের বন অপরাধ দমনে এবং বন্যপ্রাণী পাচার রোধে বনবিভাগ সর্বদা সচেষ্ট আছে, ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।