হাফ ভাড়া দাবি করে মানববন্ধন করলো বান্দরবানের সর্বস্তরের ছাত্র সমাজ


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ৩০/১১/২০২১, ৭:০৩ PM / ১৮
হাফ ভাড়া দাবি করে মানববন্ধন করলো বান্দরবানের সর্বস্তরের ছাত্র সমাজ

মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান সংবাদ দাতা:

বান্দরবানে হাফ ভাড়া দাবি করে মানববন্ধন করেছে জেলা সদরের বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল কলেজের ছাত্রছাত্রীরা।

চট্টগ্রাম,কেরানিহাট, বান্দরবানের সকল ছাত্র- ছাত্রীদের জন্য পরিবহন ভাড়া হাফ করার দাবিতে মানববন্ধন, গণসাক্ষর, এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচির আয়োজন করেছে বান্দরবানের সকল স্তরের ছাত্রসমাজ।

৩০ নভেম্বর ২০২১ মঙ্গলবার জেলা বঙ্গবন্ধু  মুক্ত মঞ্চের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এই সময় মানববন্ধনে বিভিন্ন সরকারী স্কুল,কলেজ,পাবলিক বিশ্ববিদ্যালয়,প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলো।

পরে ছাত্রছাত্রীরা জেলা প্রশাসক বরাবরে দাবী আদায়ের জন্য একটি স্মারকলিপি প্রদান করে।

আন্দোলন রত ছাত্রছাত্রীরা জানায় তাদের যৌক্তিক  দাবী আদায়ে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে আলোচনা করে নিষ্পত্তির বিষয়ে আশ্বাস প্রদান করেন।