হেলমেট ব্যাবহারে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট।


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ০৯/০৮/২০২২, ২:৪৮ PM / ১৯
হেলমেট ব্যাবহারে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট।

নিজস্ব সংবাদ দাতাঃ-

বান্দরবানে বিগত সময়ের চেয়ে মোটরসাইকেল এর দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে।

মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে লাইসেন্স ও হেলমেট বিহীন মোটরসাইকেল না চালাতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে জেলা সদরে মোবাইল কোর্ট পরিচালনা করছে জেলা প্রশাসন বান্দরবান।

৯ই আগস্ট মঙ্গলবার সকালে জেলা সদরের পৌর এলাকার ট্রাফিক মোড়,থানছি বাস স্টেশন সহ বেশ কয়েকটি এলাকায় পরিচালিত এই মোবাইল কোর্টের নেতৃত্ব দেন এ.এস.এম শাহনেওয়াজ মেহেদী,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

এ সময় হেলমেট ও লাইসেন্স বিহীন মোটরসাইকেল চালকদের বিভিন্ন অংকের জরিমানা করা হয়।

সুত্রে জানানো হয় মোবাইল কোর্ট এ সড়ক ও পরিবহন আইনের ২০১৮ মোতাবেক ১০টি মামলায় নয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ বিষয়ে এ.এস.এম শাহনেওয়াজ মেহেদী,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন বিভিন্ন সময় সড়কে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় কবলিত হচ্ছে অনেক মোটরসাইকেল আরোহী।

সড়কে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানোর জন্য মোটরসাইকেল আরহীদের হেলমেট ব্যাবহারে সচেতনতার লক্ষ্যে এই মোবাই কোর্ট পরিচালনা করা হচ্ছে।

 

চেমীমূখে আগুনে পুড়লো ৭টি দোকান।